হাওড়া,২৯ ডিসেম্বর:- হাওড়ায় সপ্তম পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে বছরখানেক আগেই। পুরসভা পরিচালনার ভার তুলে দেওয়া হয়েছে প্রশাসকের হাতে। কাউন্সিলররা কাগজে-কলমে প্রাক্তন হলেও এখনও তাঁরা মানুষের প্রয়োজনে আপদে বিপদে ছুটে যাচ্ছেন। সামনেই পুরভোট। তার আগে তাদের জনসংযোগ আরও বাড়াতে এবার দলের নির্দেশে হাওড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে “দিদিকে বলো” কর্মসূচি। রবিবার সকালে হাওড়ার ১৯, ২২, ২৫ সহ বেশ কয়েকটি ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলররা এই কর্মসূচিতে সামিল হন।
এদিন সকালে ১৯ নং ওয়ার্ডের মধুসূদন বিশ্বাস লেনে দিদিকে বলো কর্মসূচি নেওয়া হয়। এলাকার প্রতিটি বাড়ি ভিজিট করে মানুষের সুবিধা অসুবিধার কথা জেনে নেন এলাকার প্রাক্তন কাউন্সিলর গৌতম দত্ত। তিনি বলেন, এদিন এলাকার প্রতিটি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ করলাম। তাদের হাতে দিদিকে বলো’র কার্ড তুলে দিলাম। আলাপচারিতার পাশাপাশি সমস্যার সমাধান কি ভাবে করা যাবে তা কথা বলেছি।নিকাশি নিয়ে আমাদের আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়েছি। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হবে। প্রায় শ’খানেক বাড়ি এদিন ভিজিট করা হয়েছে। অন্যদিকে, এদিন হাওড়া পুরনিগমের ২২ নং ওয়ার্ডে প্রাক্তন পৌর প্রতিনিধি দিব্যেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে দিদিকে বলো কর্মসূচী পালিত হয়। এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগের কথা জানতে চান তিনি। এদিন ২৫ নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাসের উদ্যোগে শিবপুর জাতীয় সংঘ ক্লাবের মাঠে দিদিকে বলো কর্মসূচি নেওয়া হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ডের মানুষের সকল সমস্যা শুনে সমাধান করার চেষ্টা করেন তিনি।