এই মুহূর্তে জেলা

সর্বভারতীয় স্তরে প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বেলুড় মঠে।

 

হাওড়া,২৭ডিসেম্বর:- রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে এই প্রথম সর্বভারতীয় স্তরে প্রাক্তনী সম্মেলন হতে চলেছে বেলুড় মঠে। ২৮ ও ২৯ ডিসেম্বর, শনি ও রবিবার ২ দিনের ওই সম্মেলনে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় সাড়ে ৩ হাজার প্রাক্তন ছাত্রছাত্রী যোগ দেবেন। এ বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের ৪৮টি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীন প্রায় দ্বিশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা এই সম্মেলনে যোগ দেবেন। ২৮ ও ২৯ দুদিন এই সম্মেলন চলবে। সম্মেলনের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                 রাজ্যের যুগ্ম স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বহু বিশিষ্ট কৃতী মানুষ তথা এখানকার প্রাক্তনীরা এই সম্মেলনে সামিল হবেন। এই দু’দিন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে শেষ দিন মঠ চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বভারতীয় স্তরে এই ধরনের প্রাক্তনী সম্মেলন এই প্রথমবার হতে চলেছে। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে এই ধরনের প্রাক্তনী সম্মেলন করার পরিকল্পনা রয়েছে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষ পূর্তি উৎসবের অঙ্গ হিসেবেই বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রাক্তনীদের নিয়ে এই ধরনের সর্বভারতীয় সম্মেলন করা হচ্ছে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন ছাত্রদের নিয়েই এই প্রাক্তনী সম্মেলন এর আয়োজন করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                ২৮ ডিসেম্বর অনুষ্ঠানের সূচনা করবেন প্রেসিডেন্ট মহারাজ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী জানান, ওই দু’দিন মঠ সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্যও খোলা থাকবে। সূচনা অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান বিবেক দেবরায়। এছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত থাকবেন জয়ন্ত ঘোষাল, বারিন্দ্র সান্যাল, তপন মিশ্র, শৈলেশ সিনহা, ডাঃ এইচ বি জিন্দাল, জগদীশ গোপালন, সুজিত সরকার, আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। স্বামী বিবেকানন্দের শিকাগো মহাসম্মেলনের ১২৫ তম পূর্তি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশন তাদের প্রাক্তনীদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছে।

There is no slider selected or the slider was deleted.