হাওড়া,২৫ ডিসেম্বর:- যীশুখ্রিষ্টের জন্মদিনে হাওড়ায় বন দপ্তর গাছের চারা বিলি করল। বুধবার বিকেলে হাওড়ার এইচআইটি পার্কে শিশুদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। এদিন কয়েকশ শিশুর হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। কয়েকমাস আগেই বিশাল দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বেশি অক্সিজেন সরবারহকারী আমাজান অরন্যের কয়েক হাজার গাছ। যার ফলে আগামীদিনে অক্সিজেনের অভাব যাতে না ঘটে তাই পৃথিবী জুড়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন হাওড়া বন দপ্তরের এই উদ্যোগ সেই কর্মসূচীর একটা অংশ বলে মনে করছেন হাওড়ার বাসিন্দারা।
এই বিষয়ে হাওড়ার ডিএফও বিদিশা বসাক বলেন, মূলত শিশুদের পরিবেশ সংক্রান্ত পাঠ দিতে এদিন তাদের হাতে ইনকা গাছের চারা বিলি করা হয়। যেহেতু শিশুরা গাছের পরিচর্যা ঠিকভাবে করতে পারবে না তাই যে গাছ বাঁচানো সহজ সেই রকমের গাছের চারা দেওয়া হয়েছে। এই মধ্যে দিয়ে শিশুদের মধ্যে গাছ বাঁচানোর মানসিকতা তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।