এই মুহূর্তে রাজ্য

বড়ো ধাক্কা ভারতীয় জনতা পার্টির।কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়ে হাতছাড়া হলো ঝাড়খন্ড রাজ্য ।

সোজাসাপটা ডেস্ক,২৩ ডিসেম্বর:- ফের বড়ো ধাক্কা ভারতীয় জনতা পার্টির। কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়ে হাতছাড়া হলো ঝাড়খন্ড রাজ্য। সকাল থেকেই ভোট গণনার প্রবণতায় বিজেপি কে সরকার দিকে এগোচ্ছিল – কংগ্রেস ঝাড়খন্ড মুক্তি মোর্চার জোট । খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়খণ্ডে ৯ টি সভা করেছিলেন। গতবারও রাজস্থান,মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে হেরেছিলো বিজেপি । গত লোকসভাতে ১৪ টি আসনের মধ্যে ১১ টি আসন জিতেছিল বিজেপি।মুখ্যমন্ত্রী হবেন জেএমএমের হেমন্ত সোরেন। এ পর্যন্ত ঘোষিত ফলের প্রবণতায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। শেষ খবরে, ৮১ আসনের বিধানসভায় বিরোধী জোটের হাতে ৪৮, বিজেপির ২৪।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                  পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী রঘুবর দাস। জয়ের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন হেমন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়খণ্ডের সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছিলেন।  গতবছর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে হেরেছিল বিজেপি। এবছর চৌতালাকে ধরে হরিয়ানা বাঁচালেও তাদের হাতছাড়া হয়েছে মহারাষ্ট্র।  নভেম্বরের ৩০ থেকে ২০ ডিসেম্বর পাঁচ দফায় ভোট হয়েছিল ঝাড়খণ্ডে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.