দার্জিলিং,১৬ ডিসেম্বর:- বন্ধুদের সাথে রবিবার বিকেলে খেলতে গিয়ে মাঠের কোণে বোম দেখতে পায় চতুর্থ শ্রেণীর এক কিশোর। এরপর বোমাটিকে হাতে করে নিয়ে এসে তা দেশলাই দিয়ে ধরানোর চেষ্টা করলে সেই সময় বোমাটি ফেটে যাওয়ায় গুরুতর আহত হয় কিশোর কৌশিক সিং। ঘটনাটি ঘটেছে বাগডোগরার গোসাইপুরের রুপসিং জোত এলাকায়। বোম ফাটার আওয়াজ শুনে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর তরীঘরী ওই কিশোরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে বোম বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। এরপর মাঠটিকে কলাগাছ দিয়ে ঘিরে রাখা হয়। এর পাশাপাশি গোটা মাঠে তল্লাশি চালানো হয় মাঠে আরও কোনো বোম রয়েছে কিনা। তবে বোমটি কোথা থেকে এলো তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। যদিও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।