এই মুহূর্তে জেলা

এনআরসি আর নাগরিকত্ব সংশোধন বিল, দুটোই কয়েনের এপিঠ-ওপিঠ, বললেন মমতা….

প্রদীপ সাঁতরা,৯ ডিসেম্বর:- খড়্গপুরের সরকারি সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজাসুজি বলে দিলেন, “এনআরসি আর নাগরিকত্ব সংশোধন বিল—দুটোই কয়েনের এপিঠ-ওপিঠ। কিন্তু আপনারা ভয় পাবেন না। আমরা থাকতে কারও ক্ষমতা নেই কাউকে ওরা দেশ ছাড়া করবে। এদিন মমতা বলেন, “খড়্গপুরের মানুষ আমাদের সমর্থন করেছেন। আমরাও এবার এখানে যা যা করার করব।” তাঁর কথায়, “আমায় প্রদীপ বলেছে, এখানে আইসিইউ দরকার। আমি আজ এখানে কথা দিয়ে গেলাম ২০২০ সালের মার্চের মধ্যে ১০টি বেডের আইসিইউ করে দেওয়া হবে।” স্থানীয় একটিস্টেডিয়ামের গ্যালারি নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

There is no slider selected or the slider was deleted.

আমাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। তাহলে আবার কিসের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? ওরা মানুষের মধ্যে ভাগাভাগি করতে করতে চাইছে। আমরা বলছি কোনও ডিভাইড অ্যান্ড রুল চলবে না। বাংলায় আমরা এসব করতে দেব না। মানুষকে আগে রেশন দিন, তারপর ভাষণ দেবেন।

There is no slider selected or the slider was deleted.

এমনিতে খড়্গপুর শহরকে অনেকেই মিনি ভারতবর্ষ বলেন। দেশের প্রায় সব অংশের মানুষের বাস। এদিন মমতা অসমের এনআরসি টেনে বলেন, “ওরা অসমে কাউকে বাদ দিচ্ছে না। বিহারি, গোর্খা, বাঙালি কাউকে বাদ দিচ্ছে না।”

There is no slider selected or the slider was deleted.