হাওড়া,৯ ডিসেম্বর:- পাইকারি বাজারে কৃত্রিম অভাব তৈরি করে পিঁয়াজের দাম বাড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সোমবার দুপুরে হাওড়ার পাইকারি সবজি বাজার ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন দুপুরে জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী ও জেলা প্রশাসনের একাধিক কর্তা বাজার পরিদর্শন করেন। তার আগে পাইকারি ব্যাবসায়ীদের সঙ্গেও তাঁরা কথা বলেন। যদিও তিনি পাইকারি বাজারে কোনও অনিয়ম খুঁজে পাননি। রাজ্য সরকারের সহযোগিতায় অতি দ্রুত রেশন দোকান থেকে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রাকৃতিক দুযোগের কারণে এবার নাসিকের পেঁয়াজের উৎপাদন কম।
নাসিকের উৎপাদিত পেঁয়াজ চাহিদার একটা বড় অংশ সামাল দেয়। রাজস্থান থেকে পেঁয়াজ আনা হলেও দাম অত্যন্ত বেশি। যে কারণে এবার শীতে পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে গিয়েছে। বাজারে পেঁয়াজের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। হাওড়ার মার্কেটেও একই পরিস্থিতি। খোলা বাজারে ১০০-১২০টাকা প্রতি কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ফলে মাথায় হাত ক্রেতার। মধ্যবিত্তের হেঁসেলে পেঁয়াজ এখন ব্রাত্য। পেঁয়াজের এই লাগামছাড়া দাম মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দাম কবে নিয়ন্ত্রণে আসবে কেউ বলতে পারছেন না। পেঁয়াজের দাম সেঞ্চুরি ছোঁয়ায় বাঙালির পাত থেকে হারিয়ে যেতে বসেছে পেঁয়াজের নানা পদ। ব্যবসায়ীদের ধারণা পেঁয়াজের জোগান বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে সোমবার দুপুরে হাওড়ার সবজি মার্কেট পরিদর্শন করলেন জেলাশাসক, পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা।