এই মুহূর্তে খেলাধুলা

ক্লান্তিকে জয় করে পঞ্জাবের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের।


অঞ্জন চট্টোপাধ্যায়,৭ ডিসেম্বর:-  হারতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে জ্বলে উঠলেন জুয়ান মেরা গঞ্জালেস। পিছিয়ে থাকা ম্যাচে সমতা ফিরিয়ে পাঞ্জাব থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল। এদিন শুরুতেই পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। ১৩ মিনিটের মাথায় পাঞ্জাব এফসির তারকা তথা প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় সঞ্জু প্রধানের ফ্রিক থেকে দ্যানিলোর গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ। তারপরও একাধিক সুযোগ তৈরি করে পাঞ্জাব। কিন্তু প্রাক্তন বাগান তারকা ডিপান্ডা ডিকা যদি মিস না করতেন, তাহলে ইস্টবেঙ্গলকে আরও গোল হজম করতে হতো। শুক্রবার থেকেই চিন্তায় ছিলেন সমর্থকরা। চিন্তায় ছিলেন ক্লাব কর্তারাও । দিল্লি পৌঁছনোরর পর দিল্লি-অমৃতসর শতাব্দী এক্সপ্রেসে লুধিয়ানা যাওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু ট্রেন মিস করে দল। শেষমেশ বাসে লুধিয়ানার উদ্দেশে রওনা হন কোলাডো, কাশিম, মার্তি ক্রিসপিরা। ভোর রাতে হোটেলে পৌঁছয় ইস্টবেঙ্গল টিম। কালকেই স্প্যানিশ তারকা মার্তি ক্রিসপি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বলেছিলেন, “আমরা মেশিন নই, মানুষ।” এদিন দেখা গেল ক্লান্তির ধাক্কায় অর্ধেক হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                            আগের ম্যাচে যে ফুটবল খেলেছিল, এদিন তার সিকি ভাগও দেখা গেল না। এদিনের ম্যাচে প্রথম একাদশে একটিই পরিবর্তন করেছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ। রাইট ব্যাকে গত ম্যাচে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে খেলেছিলেন কমলপ্রীত সিং। ওই জায়গায় পাঞ্জাবের বিরুদ্ধে তিনি খেলান সামাদ আলি মল্লিককে। ডান দিকে সামাদ একাধিকবার ওভার ল্যাপে গেলেও, সেখান থেকে গোল করার মতো সুযোগ তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর পিন্টু মাহাতোর জায়গায় রোনাল্ডো অলিভিয়েরাকে নামান লাল-হলুদ কোচ। কিন্তু গোটা দল যেন নড়তেই পারছিল না এদিনের ম্যাচে। অনেকের মতে,

There is no slider selected or the slider was deleted.


খেলোয়াড়দের শরীরী ভাষাতেই স্পষ্ট ক্লান্তির ছাপ। অবশেষে ৮৪ মিনিটে বক্সের বাইরের কোণাকুণি জায়গা থেকে দুরন্ত শটে গোল করেন জুয়ান মেরা। গোটা বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে কোয়েসের ব্যবস্থা নিয়ে। সমর্থকরা সমালোচনা শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে আই লিগের শুরুতেই অনেকটা পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। আপাতত তাদের দু’ম্যাচে দু’পয়েন্ট। ইস্টবেঙ্গলের পরের খেলা আগামী ১০ ডিসেম্বর। অ্যাওয়ে ম্যাচে নেরোকার বিরুদ্ধে নামবে তারা।

There is no slider selected or the slider was deleted.