হাওড়া,২ ডিসেম্বর:- পেঁয়াজ, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব বিক্ষোভ হল হাওড়ায় । নরেন্দ্র মোদী, অমিত শাহদের কুশপুতুলের গলায় পেঁয়াজের মালা পরিয়ে জেলাশাসকের অফিসের সামনে এসে সেই কুশপুতুল পোড়ানো হয় । কেন্দ্রে মোদী সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ( পিঁয়াজ, রান্নার গ্যাসের ) প্রতিবাদে সোমবার সকালে ওই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় হাওড়া সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চ । এদিন সকালে হাওড়া ময়দান বঙ্কিম সেতুর নিচে থেকে লাঙল কাঁধে গাঁয়ের কৃষক , শতাধিক বৃহন্নলা সহ অন্যান্যরা মিছিল শুরু করেন । পেঁয়াজের মালা গলায় পরিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও দিলীপ ঘোষ এর কুশপুতুল জেলাশাসকের অফিসের দিকে আনা হয়। সেসময় পুলিশ তাদের বাধা দেয় । সেখানেই কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানান সংগঠনের সভাপতি শ্রীকান্ত ঘোষ ও তাঁর অনুগামীরা