এই মুহূর্তে জেলা

উপনির্বাচনে ফল ঘোষণার দিন রাতেই তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বালির পাঠকপাড়া এলাকা।

 

হাওড়া,২৯ নভেম্বর:- করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়্গপুর ( সদর ) এই তিন কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার দিন রাতেই হাওড়ার বালিতে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপনির্বাচনের ফল বেরোনোর পর রাতে তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা গভীর রাতে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির হামলায় আহত হয় বেশ কয়েকজন। বালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিযোগ, জয়ের পর সন্ধ্যায় রাস্তায় বিজয়োল্লাস করছিল তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। সে সময় বিজেপির কর্মীরা পার্টি অফিসে যাওয়ার সময় তাদের উদ্দেশ্যে টিপ্পনি ও কটূ মন্তব্য করা হয়। এর প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। এর প্রতিবাদ জানিয়ে রাতেই বালি থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী রাতে দলবল নিয়ে তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর করে। এতেও আক্রান্ত হন তৃণমূল কর্মীরা। গোটা ঘটনায় রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বালির পাঠকপাড়া এলাকা। পুলিশ রয়েছে ঘটনাস্থলে।